৩নং দলদলী ইউনিয়নটি মহানন্দা নদীর তীরে অবস্থিত। নদীর এক পাশে বাংলাদেশ অপর পাশে ভারত। আঠারো শত শতাব্দীর গোড়ার দিকে এই জনপদটি ছিল মানব শূন্যহীন এলাকা। এই এলাকায় একদল জনৈক ব্যক্তি এসে বসবাস শুরু করে এলাকার গোড়া পত্তন করে।এরই নাম অনুসারে এই ইউনিয়নের নাম হয় দলদলী ইউনিয়ন পরিষদ।